কালিহাতী কেন্দ্রীয় মসজিদের ইমামের বাস ভবনে অগ্নিকাণ্ড

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ১০:১০ পিএম, রোববার, ২২ ডিসেম্বর ২০১৯ | ৪৯৮

টাঙ্গাইলের কালিহাতী কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের বাস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২২ ডিসেম্বর) মাগরিবের নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইমাম সাহেবের বাসভবনের ছাদে যাওয়ার সিরিকোঠা থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা দোতলায় বাসভবনে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় মুসল্লিরা দৌড়ে এসে আগুন প্রায় সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়। পরে কালিহাতী ফায়ার সার্ভিস এসে আংশিক আগুন নেভায়।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মঞ্জুরুল হাসান জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে কেউ আহত হয়নি এবং আনুমানিক প্রায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম।