কালিহাতীতে বাড়ীঘর ভাংচুর ও লুট

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৩:০৮ পিএম, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ | ৪৯৬

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ীঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার মসিন্দা গ্রামের কামাল হোসেন তার পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভূমিতে বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিল।

সম্প্রতি প্রতিবেশী মৃত হায়দার মোল্লার ছেলে আনিছ (৩৫) ও সোহেল (২৫) সহ ৮/১০ জন তার বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে বাড়ীঘর ভাঙচুর করে। এছাড়াও তারা নগদ টাকা, স্বর্ণাল্কংার লুট ও আসবাবপত্র ভাঙচুর করে। ওই সময় তারা কামাল ও তার পরিবারকে প্রাণনাশের হুমকী দেয়।

এ ঘটনায় কালিহাতী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ইতিপূর্বে ভূমি সংক্রান্ত বিষয়ে এলেঙ্গা পৌরসভার মেয়র ও গণ্যমান্য মাতাব্বরের উপস্থিতিতে শালিসী বৈঠকে মীমাংসা হলেও আনিছ ও তার অনুসারীরা এ মীমাংসা মেনে নেয়নি। 

এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, থানায় মামলা না নেওয়ার কোন যৌক্তিক কারণ নেই। তারা অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।