১০ ডিসেম্বর ধনবাড়ীতে হানাদার মুক্তদিবস পালিত

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৪:১৮ পিএম, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ | ১৯৫

১০ ডিসেম্বর মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ীতে হানাদার মুক্তদিবস পালিত হয়েছে। ১৯৭১’সালের এই দিনে পাক-হানাদারদের  সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেদিয়ে ধনবাড়ীতে হানাদার মুক্ত করেন বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা । 

হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকাল ১১ টায় ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শান্তির পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন বীর শহীদদের আত্তার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। 

পরে মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে র‌্যালী বের হয়ে ধনবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা’র সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন-ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, বিশেষ অথিতির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন্নাহার লিনা বকল, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন, ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আনোয়ার হোসেন কালু, বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাহমুদা খাতুন এলি, বীরমুক্তিযোদ্ধা হযরত আলী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউছুব আলী, যুবলীগ সভাপতি মনিরুজ্জামান বকল, সাধারন সম্পাদক মিলন, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মশিউজ্জামান মিন্টু, ফাইদুল ইসলাম ফেরদৌস, সহ ধনবাড়ীর সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সহ শিক্ষক সাংবাদিক এবং সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।