ভোলায় হাসপাতালে দুদকের অভিযান, দুই যুবকের জরিমানা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০ পিএম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | ৪৯০

ভোলার চরফ্যাশন হাসপাতালে বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে মোঃ রাসেল (২০), মোঃ শাকিল (১৮) নামের দুই জনকে আটক করেছে ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিকে এ অভিযান চালানো হয়। এসময় হাসপাতালের জরুরী বিভাগ থেকে দালাল শ্রেণীর ২জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চরফ্যাশন পৌর ৫নং ওয়ার্ডের নুর মোঃ বাচ্চুর ছেলে মোঃ শাকিল (২০) ও ওসমানগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আঃ মোতালেবের ছেলে মোঃ রাসেল (২১)।

পরে আটককৃতদের দুদক চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের আদালতে সোপর্দ করেন।

আদালত তাদেরকে ২৯১ ধারার ১৮৬০ দ-বিধিতে দু’জনকে ১০ হাজার টাকা করে  মোট ২০ হাজার টাকা জরিমানা করে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান, উপ-সহকারি পরিচালক মোঃ আল-আমিন ও মোঃ নুরনবী।