নাটোরে আব্দুর রহমান গণপাঠাগারের শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৩ পিএম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | ২৩৮

নাটোরে আব্দুর রহমান গণ পাঠাগারের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় তেবাড়িয়া নিজস্ব কার্যালয়ে এই এলাকার গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্রগুলি বিতরণ করা হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা ও সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এস.এম মানজুরুর রহমান, পাঠাগারের সভাপতি ও নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মোঃ মজির উদ্দিন মোল্লা, উপদেষ্টা মোঃ আল মামুন, সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ ফজলুল হক, মোঃ ফিরোজ সহ প্রমুখ।

পাঠাগারের উদ্যোক্তা ও সভাপতি মোঃ ফজলুর রহমান বলেন, শীতবস্ত্র প্রদানের পাশাপাশি আগামী নতুন বছরে এই মহল্লার অস্বচ্ছল গরিব শিক্ষার্থীদের সারা বছরের শিক্ষা উপকরণ, অস্বচ্ছল পরিবারে সেলাইমেশিন প্রদান করা হবে।

এছাড়াও এই পাঠাগারের উদ্যোগে বছরে একবার ফ্রি রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিক পরীক্ষাসহ হেলথ ক্যাম্প করা হবে। উল্লেখ্য, এই পাঠাগারে জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং প্রায় দেড় হাজার হাদিস কোরআন সহ বিভিন্ন ধরনের বই রয়েছে যেগুলো পাঠক গণ প্রতিদিন বিকাল চার টা থেকে রাত আটটা পর্যন্ত পড়তে পারবে।