কালিহাতীতে সৌর বিদ্যুৎতে জ্বলছে সড়ক বাতি

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭ | ১৮৩৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সৌর বিদ্যুৎতে জ্বলছে এবার সড়ক বাতি। আলোকিত করেছে পুরো এলাকা।

বিদ্যুৎ বঞ্চিত বাড়ি, প্রতিষ্ঠানে এর ব্যবহার বেড়েছে। তবে রাস্তাঘাট অন্ধকারাচ্ছন্ন থাকায় এবার গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে সৌর বিদ্যুৎতের মাধ্যমে সড়ক বাতি জ্বলায় এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। দিনের বেলায় বাতি নিভে গিয়ে রাতে অটোমেটিক এ বাতিগুলো জ্বলে ওঠায় উপজেলার লোকজন বলাবলি করছে আগে আছিল আন্ধার এখন ফকফকা আলো।

উপজেলার প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ স্থান বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনেসহ ১৫৩ টি পয়েন্টে ষ্টিলের বিশেষ ধরনের সোলার প্যানেলে এ বাতি বসানো হয়েছে। প্রধান মন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার অঙ্গীকারে এ উপজেলার গ্রামীন সড়কেও সৌরবিদ্যুৎ আলো দিচ্ছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক টি আর কাবিটা প্রকল্পের আওতায় সৌর বিদ্যুতের এ সড়ক বাতি জ্বলছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমীন বলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী মহোদয়ের পরামর্শক্রমে টি আর কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার ১৫৩ টি পয়েন্টে সৌর বিদ্যুৎতের ষ্ট্রীট লাইট সুন্দরভাবে লাগানো ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, জননেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সৌর বিদ্যুৎতের মাধ্যমে সড়ক বাতি স্থাপনে বিশেষ উদ্যোগ নেন। তারই আলোকে সৌর বিদ্যুৎতের মাধ্যমে সড়ক বাতি (ষ্ট্রীট লাইট) বসানো হয়েছে।

তিনি সারাদেশে আলো জ্বালিয়ে যাচ্ছেন। সারা বিশ্বের তৃতীয় সৎ রাজনীতিক হিসেবে স্বীকৃতি পেয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও এ সৌর বিদ্যুৎতের মাধ্যমে সড়ক বাতি (ষ্ট্রীট লাইট) গুলো গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলের সুবিধাসহ অন্ধকারে অপরাধ প্রবনতা রোধে বিশেষ ভূমিকা রাখছে।