বিজয় দিবসের কর্মসূচি গ্রহনে
ঘাটাইল উপজেলা প্রশানের প্রস্তুুতি সভা
 
												 
																			যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবস উদ্যাপনে কর্মসূচি গ্রহণ উপলক্ষে ঘাটাইল উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ২৫ নভেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশনেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু,সহকারী কমিশনার ভূমি মোসা. নুর-নাহার বেগম, পৌর মেয়র শহীদুজ্জামান খান,সরকারী জিবিজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিয়ুর রহমান মিঞা, সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি সাবেক কমান্ডার মো. তোফাজ্জল হোসেন ইউপি চেয়ারম্যান আব্দুল রহিম, ইখলাক হোসেন খান,মো. নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ মামুন, হায়দার আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান,বিআরডিবি চেয়ারম্যান মো. রুহুল আমীন, মানবাধিকার কমিশনের সভাপতি এমদাদুল হক খান হুমায়ন, সাধারণ সম্পাদক মো.খাদেমুল ইসলাম খান, ঘাটাইল সরকারী গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম, ঘাটাইল এসই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুলবুলি বেগম, পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
                         
 
             
            