ভূঞাপুরে অষ্টমবারের মতো মাদ্রাসা সভাপতি নির্বাচিত হলেন শাহীন

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ০২:৩৬ পিএম, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ | ৬১৮

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জিগাতলা দাখিল মাদ্রাসায় টানা অষ্টমবারের মতো পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মুজাহিদ শাহীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন। 

আব্দুল্লাহ আল মুজাহীদ শাহীন বলেন, টানা অষ্টমবারের মতো আমাকে সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আমি যাতে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়ন করতে পারি এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও  এলাকার লোকজনের সহযোগীতা কামনা করছি।