মির্জাপুরে অভিযানের পরই পেঁয়াজের দাম দুইশত টাকা

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮ পিএম, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ | ৫৭০

বুধবার পেঁয়াজের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান এবং ৫ ব্যববসায়ীকে জড়িমানার পর বৃহস্পতিবার মির্জাপুরের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে।

একরাতের ব্যবধানে ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা দিশেহারা।

সিন্ডিকেট চক্রের কারসাজিতে মির্জাপুরের বিভিন্ন বাজারে গত দুই মাস যাবত পেঁয়াজের উর্ধ্বমুল্য চলে আসছে। নিয়ন্ত্রনহীনভাবে পেঁয়াজের বাজার চালু থাকায় ক্রেতারা হয়ে পড়ে দিশেহারা।

এনিয়ে গণমাধ্যমে একাধিকবার সংবাদও প্রকাশিত হয়েছে। 

বাজার নিয়ন্ত্রনের উদ্ধেশ্যে এবং সিন্ডিকেট চক্রের কারসাজি ধরতে বুধবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) মো. মঈনুল হকের নেতৃত্বে মির্জাপুর,দেওহাটা, জামুর্কী ও পাকুল্যা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।

অভিযানকালে পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জড়িমানা করা হয়।

পেঁয়াজের বাজারে অভিযানের পরদিন বৃহস্পতিবার থেকেই মির্জাপুরের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে।

বাজারে খোঁজ নিতে গেলে বুধবারের অভিযান সম্পর্কে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার লক্ষ করা যায়।

এদিকে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক স্যারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।