ভূঞাপুরে জেলা প্রশাসকের গুজব প্রতিরোধী মতবিনিময় সভা

মামুন সরকার, ভূঞাপুর
প্রকাশিত: ০৬:১৯ পিএম, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ | ৬৪২

জঙ্গি, মাদক, বাল্য বিবাহ ও গুজব প্রতিরোধে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক, স্কাউট ও সাংবাদিকদের সাথে ভূঞাপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২নভেম্বর) বিকেলে ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ইসলামী ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ।