বাসাইলে মা সমাবেশ অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৭ পিএম, রোববার, ২৬ নভেম্বর ২০১৭ | ৬৮৭

“ মা নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়নে কমিউনিটি ভিত্তিক প্রকল্প (আইইসিএমএনসিএইচ) এর আওতায় পার্টনার্স ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর বাস্তবায়নে এবং ইউনিসেফ ও কোইকা’র সহযোগিতায় টাঙ্গাইলের বাসাইলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টনার্স ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উপজেলা সমন্বয়কারী নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. হাফিজুর রহমান, সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বাসাইলসংবাদ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয়, স্থানীয় ইউপি সদস্য বিলকিস খানম, সুন্না কমিউনিটি ক্লিনিকের সিএইচ সিপি নাফিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউলজানী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী শাহীনুর আলম ও পরিবার কল্যাণ পরিদর্শিকা মাহমুদা আক্তার। অনুষ্ঠানে ব্যাবিয়ের বিভিন্ন কুফল সম্পর্কে বক্তারা আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে হিমোগ্লোবিন, ব্লাড সুগার, রক্তের গ্রুপ নির্ণয় ও এনএনসি চেকআপ করানো হয়।