নাগরপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১১ এএম, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ | ৪৮৩

পুলিশই জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

নাগরপুর থানা ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর থানার অফিসার (ওসি) আলম চাঁদের নেতৃত্বে শনিবার সকালে থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা কমপ্লেম্ক শেষ হয়।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ইয়াসমিন মনিরা, কমিউনিটি পুলিশিং থানা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম. সাধারন সম্পাদক মো. কহিনুর, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, এসআই সজল খান, থানা পুলিশিং অফিসার এসআই সাইফুদ্দিন মাহমুদসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।