ট্রুডোর দল ফের কানাডার ক্ষমতায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ | ৫৬৭
 
কানাডার ৪৩তম সাধারণ নির্বাচনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এরমধ্য দিয়ে টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো।


প্রাথমিক ফলাফলের পর মন্ট্রিয়ালে এক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পুনরায় নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। এর আগে, দীর্ঘ ৪০ দিন নির্বাচনী প্রচারণা শেষে সোমবার বিভিন্ন প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে রাত আটটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।