বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ

ভূঞাপুরে ইউনেস্কোর স্বীকৃতি লাভে কর্মসূচী পালিত

ভূঞাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২২ পিএম, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭ | ১৬১

জাতির জনক বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামান্য ও ঐতিহ্য হিসেবে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এ স্বীকৃতি লাভ করায় সারাদেশের ন্যায় ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রং-বেরঙ্গের পোশাক পরে ব্যানার, ফেস্টুন, ক্যাপ, পতাকা ও বাদ্য যন্ত্র নিয়ে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্তর হতে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এটিএম ফরহাদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: আবু সামা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, অফিসার ইনর্চাজ কেএম কাউসার চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা, আজিজুর রহমান আজিজ, নূরুল ইসলাম নান্নু, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, মিনহাজ উদ্দিন, যুবলীগ নেতা সরকার বাদল, কৃষকলীগ নেতা হযরত আলী, ছাত্রলীগ নেতা ফারিদুজ্জামান রাসেল প্রমুখ।

৭ই মার্চের ভাষন প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১ম স্থান অধিকারী জাবিদ ওয়াসিফ জিদান মঞ্চে বঙ্গবন্ধুর ভাষণ অনুকরণ করেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।