গোপালপুরে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান

মো. নুর আলম, গোপালপুর
প্রকাশিত: ০১:৫৯ পিএম, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | ২৪০

টাঙ্গাইলের গোপালপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ০৯ অক্টোবর হইতে ২২/২০১৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন। সকল প্রকার ইলিশ ধরা এবং বিক্রয় নিষেধ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপালপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে।

১৩ অক্টোবর বিকেল ৩ ঘটিকায়, যমুনা নদীর বিভিন্ন স্থানে, মোবাইল কোর্ট /অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে বেশকিছু ইলিশসহ ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি গোলাম মাসুদ রেজা প্রধান, এ সময় সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো.শাহজাহান কবির, হেমনগর ফাঁড়ির পুলিশ অফিসার এ সআই আব্দুর রহমান সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ