‘ছাত্র রাজনীতি থাকবে’ বললেন কৃষিমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ | ৪০৯

ছাত্র রাজনীতি থাকবে, তবে সেটা স্বচ্ছ ও নৈতিক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘‘ছাত্র রাজনীতি থাকবে। কিন্তু সেটা হবে স্বচ্ছ এবং নৈতিক; সত্যিকার অর্থে গণতান্ত্রিক মূল্যবোধ যেটা বলি। গণতান্ত্রিক পরিবেশে পেশিশক্তির ব্যবহার কোনোক্রমে করতে দেয়া যাবে না।’’

শনিবার দুপুরে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে  (বারি) কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা- ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে এবং দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বড় ইঞ্জিন কৃষি। এখনো দেশের অর্থনীতি, সামাজিক নীতি সবকিছু  কৃষিকে কেন্দ্র করে আবর্তিত হয়।

কৃষি বিজ্ঞানিদের উদ্দেশে তিনি বলেন, শুধু নতুন বীজ বা প্রযুক্তি উদ্ভাবন করলে চলবে না, কৃষি যান্ত্রিককরণের পাশাপাশি বাণিজ্যিককরণ করতে হবে। আর নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্য পুষ্টিগুণ সমৃদ্ধ করতে হবে। উৎপাদন বৃদ্ধি করে কৃষিপণ্য রপ্তানির দিকেও দৃষ্টি দিতে হবে। এ জন্য বিজ্ঞানিদের চ্যালেঞ্জ নিতে হবে। তাদের ভাবতে হবে তাদের উদ্ভাবিত বীজ বা যন্ত্র মাঠ পর্যায়ে যাচ্ছে কি-না।

বারির ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে সাত দিন ব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এতে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মান্নান এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, বারির এমেরিটাস বিজ্ঞানি ড. কাজী এম বদরুদ্দোজা প্রমুখ।

অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘‘১৮ বছর বয়স হলে মানুষের কথা বলার অধিকার, এটা মানুষের ফ্রিডম অব স্পিচ। একজন ছাত্র যদি স্বাধীনভাবে কথা বলেন যে কোনো বিষয়ে, সংবিধানিক অধিকারে তিনি বলতেই পারেন। আপনি আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না।’’

তিনি বলেন, ‘‘ছাত্র রাজনীতি আগেও ছিল। আমরাও ছাত্র রাজনীতি করেছি। নির্বাচনে স্টুডেন্ট ইউনিয়ন, জাসদ, জাসদ সমর্থিত ছাত্রলীগ পাস করেছে। আমরা হেরে গেছি। তাই বলে কি ছাত্র রাজনীতি বন্ধ হয়েছে?’’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ছাত্র রাজনীতির বিপক্ষে আমরা না। এটা মানুষের মৌলিক অধিকার। তবে তাদের মূল্যবোধের যাতে অবক্ষয় না হয়, ছাত্ররা যাতে নৈতিক এবং গণতান্ত্রিক চিন্তা-চেতনার মধ্যে রাজনীতি করে, সেটা গুরুত্বপূর্ণ।’’

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ব্যাপারে তিনি বলেন, ‘‘এটা মর্মান্তিক, দু:খজনক ঘটনা। কোনোভাবেই এটা মেনে নেয়ার মতো না।

‘‘এটা সারা জাতি নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভবিষ্যতে যেন এমন দ্বিতীয় ঘটনা ঘটতে না পারে।’’