টাঙ্গাইলে ইয়াবাসহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ এএম, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ | ৭১৪

টাঙ্গাইল পৌর শহরের এনায়েতপুর থেকে ৯৭০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। 

সোমবার সন্ধ্যায় বৈল্যাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটককৃত নারী মাদক ব্যবসায়ি লায়লা তালুকদার নওগাঁ জেলার মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের মৃত. সোহরাব তালুকদারের মেয়ে ও টাঙ্গাইল সদর উপজেলার গালার মো. হাবিবুর রহমানের স্ত্রী। র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে আটককৃত নারী মাদক ব্যবসায়ির কাছ থেকে ৯৭০পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়।