মির্জাপুরে দূর্গাপূজা উপলক্ষে চাল বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৫ পিএম, বুধবার, ২ অক্টোবর ২০১৯ | ৬১৪

টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে পূজারিদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই চাল বিতরণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য মো. একাব্বর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজারিদের মধ্যে চালের ডিও বিতরণ করেন।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি সরকার হিতেশ চন্দ্র পুলক, সাধারণ সম্পাদক প্রমথেস গোস্বামি শংকর প্রমুখ।

পরে মির্জাপুর উপজেলার ২৩৬ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের মধ্যে ৫০০ কেজি করে চালের ডিও প্রদান করা হয়।