মাথার চুলের খোপায় ইয়াবাসহ রানী গ্রেফতার

মো.হাসমত আলী,লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, রোববার, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | ৫৩৯

লালমনিরহাটের সদর থানা অভিযান চালিয়ে মাদকের রানীর মাথার চুলের খোপায় রাখা ১০০ পিস গোলাপী রংয়ের ইয়াবাসহ মাদক রানী পলি বেগমকে (২২)   গ্রেফতার করেন সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত পলি বেগম জেলার রংপুর থানা- কোতয়ালী ধীন মুলাটোল (সূর্যের হাসি ক্লিনিকের পূর্ব পার্শ্বে) গ্রামের মোঃ হাসান মিয়ার স্ত্রী।

লালমনিরহাটের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে রানীর মাথার চুলের খোপায় রাখা ১০০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে গ্রেফতার করেন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।