গোপালপুর থানা পুলিশের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫০ পিএম, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | ১৪০

টাঙ্গাইলের গোপালপুর ২৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুরে থানা হলরুমে শারদীয় দুর্গাপূজা পূজা ২০১৯ উপলক্ষে, গোপালপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলা সকল দুর্গা পুজাম-পের পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে মিলেমিশে থাকার আহ্বান জানান। উপজেলার সকল পূজারু ওদের মত ব্যক্ত করেন। তাদের কোন সমস্যা থাকলে সরাসরি সরাসরি তাদেরকে জানানো বলেন। গোপালপূর উপজেলার সর্বমোট ৪৬টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি পূজাম-পে প্রকারভেদে ৮ জন করে মোট ৩০০ জন আনসার ভিডিপির নিরাপত্তাকর্মী থাকবে। এবং পুলিশের নিরাপত্তা টহল সর্বদাই থাকবে এই আশা ব্যক্ত করেন ওসি ।

থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানার সেকেন্ড অফিসার মো. সাদিকুর রহমান, ওসি তদন্ত কাইয়ুম খান, আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হাই, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোজাফফর আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সামন্ত নাথ সরকার বিমল, সম্পাদক মানিক বাবু, সহ চিত্তরঞ্জন সাহা, দেবব্রত চৌধুরী, পীযূষ কান্তি সরকার, মুকুল ভিপি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজ