মির্জাপুরে ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৮ এএম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ৪১৭

টাঙ্গাইলের মির্জাপুরে ৫শ পিস ইয়াবাসহ তোফাজ্জল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন চাপাই নবাবগঞ্জ জেলার জিদনীপাড়া গ্রামের আসারুলের ছেলে।

পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহতল্লাশী করে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তোফাজ্জল উত্তরবঙ্গ থেকে ইয়াবা এনে স্থানীয় ব্যবসায়ীদের সরবরাহ করতো বলে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানিয়েছেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় ইয়াবা কারবারির নাম জানতে গ্রেপ্তারকৃত তোফজ্জলকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে