শার্শা উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা,

চোরাচালান নিরোধ মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ সাগর হোসেন,যশোর
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | ৪২৪

শার্শায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আইন-শৃঙ্খলা, চোরাচালান নিরোধ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরীন কান্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানসহ বিজিবি, বেনাপোল ফায়ার সার্ভিস,আনসার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।