স্কুলের মাঠে হালচাষ, ৭ জনের নামে মামলা

ঠাকুরগাঁও সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭ | ৩৭৭

নৈশপ্রহরী নিয়োগ না দেওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ৬৯নং মোলানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে হাল চাষ করেছে নিয়োগ বঞ্চিতরা। এ ঘটনার স্কুল কর্তৃপক্ষ ৭ জনের নাম উল্লেখ্য করে সদর থানায় মামলা করেছে।

অভিভাবক সদস্য, আব্দুল হালিম, ফয়জুল ইসলাম, দীনেশ চন্দ্রসহ স্থানীয়রা জানান, ১৯৪০ সালে স্থাপিত হয় স্কুলটি। স্কুলের জমির পরিমান ৯৪ শতক। স্থানীয় মৃত চসিম উদ্দিন সেই জমিটি দান করেন। এর পর থেকেই সম্পূর্ণ জমি ব্যবহার করে আসছে স্কুল কর্তৃপক্ষ।

গেল কয়েক মাস আগে স্কুলটিতে নৈশপ্রহরী নিয়োগ নিয়ে জমিদাতার পরিবারের লোকজন একজনকে মনোনয়ন করে দেন। কিন্তু ওই ব্যক্তিকে না নিয়ে স্কুল কর্তৃপক্ষ অন্যব্যক্তিকে নিয়োগ দিলে শুরু দ্বন্দ্ব। কয়েকবার স্কুল কর্তৃপক্ষ ও জমিদাতার লোকজনের সাথে মারামারির ঘটনাও ঘটে। পরে হঠাৎ করে গেল শুক্রবার ভোর রাতে ট্রাক্টর দিয়ে মাঠটির ৮০ভাগ হাল চাষ করে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন ও ম্যানেজিং কমিটির সভাপতি রতীন চন্দ্র জানান, স্কুলের পক্ষ থেকে মোঃ আলী, জয়নালসহ ৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছি।

আশা করছি প্রশাসন এ বিষয়ে দ্রুত প্রদক্ষেপ নিবেন। সদর উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার জানান, আমি ঘটনাটি শুনেছি সেটি স্কুলের জমি যারা এই কাজটি করেছেন তারা ঠিক করেননি। আইনগত প্রদক্ষেপ নেয়া হয়েছে।

সদর থানার ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার বরে জানান, মামলাটি নিয়ে তদন্ত চলছে।