টাঙ্গাইলে ইয়াবাসহ দুই যুবক আটক

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮ এএম, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯ | ৫৩৯
টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১২। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ময়থা গাছপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি-৩-এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শফিকুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। 
 
আটককৃতরা হলেন- উপজেলার ময়থা কুস্তিপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে হাছিবুল ইসলাম (২১) ও ময়থা গাছপাড়া গ্রামের বজন চন্দ্র শীলের ছেলে সন্তোষ সরকার (১৯)। 
 
শফিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মামলার প্রস্তুতি চলছে।’