টাঙ্গাইলে ১৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ এএম, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯ | ৪৭২
টাঙ্গাইলে ১৪০০ পিস ইয়াবাসহ মোঃ বিল্লাল হোসেন ওরফে বিলু নও মুসলিম (৫০) নামের শীর্ষ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
রোববার গভীর রাতে মধুপুর উপজেলার জলছত্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, 
গোপন সংবাদের ভিক্তিতে গতকাল রাতে মধুপুর থানার জলছত্র এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। 
 
এসময় হইতে ১৪০০ পিস ইয়াবাসহ ওই এলাকার মৃত বিনদ দাসের ছেলে মোঃ বিল্লাল হোসেন ওরফে বিলু নওমুসলিম (৫০), যার সাবক নাম সাবেক  বিরেন দাস ওরফে বিরুকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
 
তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামল দায়ের করা হয়েছে।