নাগরপুরে মানবাধিকার কমিশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪২ এএম, বুধবার, ২১ আগস্ট ২০১৯ | ২০৪

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে জেলা শাখার নেতৃবৃন্দের আগমন উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন নগারপুর উপজেলা শাখা এ সমন্বয় সভার আয়োজন করে।

কমিশনের সভাপতি শেখ শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি নাছরিন জাহান খান বিউটি, বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক কাজী তাজ উদ্দিন আহম্মেদ রিপন, সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ মাহমুদ সালেহ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি খোরশেদুন নাহার ভূইয়া, খালিদ হোসেন, সাইদা ইয়াসমিন শিউলি, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক সোলায়মান কবির, ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক বুলবুল আহম্মেদ বেল্লাল, সদর ইউনিয়ন শাখার সভাপতি মতিউর রহমান নজরুল প্রমূখ।

এ সময় উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার অর্ধ শতাধিক মানবাধিকার সংগ্রামী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কমিশনের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম। বক্তারা এ সময় তাাদের বক্তব্যে মানবাধিকার বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।