৩ লক্ষ টাকা ব্যয়ে ফোয়ারা চত্বরের শুভ উদ্বোধন

প্রদীপ রায় জিতু, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৫ এএম, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯ | ৫২১
দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ পৌরশহরের তাজমহল সিনেমাহল মোড়ে বীরগঞ্জ পৌরসভার অর্থায়নে ৩ লক্ষ টাকা ব্যয়ে ফোয়ারা চত্বরের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন।
 
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্যানেল মেয়র মোঃ মেহেদী হাসান, কাউন্সিলর আব্দুল বারিক, মোঃ আহম্মদ আলী, বনমালী রায়, আব্দুল্লা আল হাবিব মামুন, মোঃ তাইজ উদ্দিন, মহিলা কাউন্সিলর, মিসেস কোহিনুর বেগম, সাংবাদিক সিদ্দিক হোসেন সহ আরো অনেকে।
 
উদ্বোধন কালে মেয়র বলেন, বীরগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।