ভূঞাপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৯ এএম, শনিবার, ১৭ আগস্ট ২০১৯ | ৪৯০

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।

এ ঘটনায় শনিবার দুপুরে বরের অভিভাবককে ২০ হাজার টাকা জরিমানা ও বর-কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা দিয়ে বরকে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, উপজেলার খানুরবাড়ি গ্রামের গোলাপ শেখের ছেলে রফিকুল ইসলামের (১৭) সাথে গত শুক্রবার পারিবারিক ভাবে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের দিন ধার্য্য হয় । ওই দিন রাত ১০টায় বর পক্ষ আসে কনের বাড়ি কুকাদাইর গ্রামে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে পুলিশসহ উপস্থিত হন সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন । এসময় বরকে রেখে তার স্বজনরা সবাই পালিয়ে যায়। বর রফিকুল ইসলামকে পুলিশ হেফজতে রাখা হয়।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বরের অভিভাবকে ২০হাজার টাকা জরিমানা ও বর-কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা দিলে বরকে ছেড়ে দেয়া হয়।