গোপালপুরে পবিত্র ঈদু আজহা ও ১৫ আগস্ট কে সামনে রেখে থানা পুলিশের মহড়া ।
 
												 
																			টাঙ্গাইলের গোপালপুরে আইনশৃঙ্খলা বাহিনীর, মহড়রা অনুষ্ঠিত হয়েছে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও কুরবানির হাট, জালটাকা, অজ্ঞান পার্টি নির্মূলের লক্ষ্যে,ও পবিত্র ঈদুল আজহা ও ১৫ ই আগস্ট কে সামনে রেখে থানা পুলিশ বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ।
এর অংশ হিসেবে (৫ আগস্ট) সোমবার বিকেলে, থানা অফিসার ইনচার্জ মো.মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এবং সঙ্গে ছিলেন থানার সেকেন্ড অফিসার মো. সাদিকুল রহমান, ওসি তদন্ত মোহাম্মদ কাইয়ুম সহ, পুলিশের এক চৌকস দল হোন্ডা এবং গাড়ি নিয়ে গোপালপুর শহর প্রদক্ষিণ করে ।
 
                         
 
             
            