ভূঞাপুরে ছেলেধরা গুজবে মৃত্যুবরণকারী মিনুর জানাজায় মুসুল্লির ঢল
টাঙ্গাইলে ভূঞাপুরে ছেলেধরা গুজবে গণপিটুনিতে মৃত্যুবরণকারী ভ্যান চালক মিনু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার টেপিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযায় অংশ নেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, মো. সোহেল, পৌর ছাত্র লীগের সভাপতি রোহান সরকার রোমান, আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেনসহ সহ¯্রাধীক ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।
এর আগে সোমবার রাতে মিনু মিয়ার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছলে হাজার হাজার নারী-পুরুষ ছুটে যায় শেষ দেখা দেখার জন্য। কান্নায় ভেঙ্গে পড়েন অনেকেই। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য ভূঞাপুর উপজেলার কোরবান আলীর ছেলে মিনু মিয়া ২১ জুলাই ভূঞাপুর থেকে মাছ ধরার জাল কেনার উদ্দেশ্য কালিহাতী উপজেলার সয়া নামক হাটে যান। হাটের কিছু কিশোর তাকে ছেলেধরা সন্দেহ করে এবং এলোপাথারি লাঠিশোটা দিয়ে আঘাত করতে করতে বিবস্ত্র করে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। পরবির্তিতে তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।
টানা ৯দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
