মির্জাপুরে ২০২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০ পিএম, রোববার, ২৮ জুলাই ২০১৯ | ১৭৮

টাঙ্গাইলের মির্জাপুরে ২০২ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার পুরসা থানার বিপ্রভাত গ্রামের আব্দুল ওহাবের ছেলে কাউসার (২২), রমজান আলীর ছেলে মামুন (১৯) ও মানিক চাঁনের ছেলে আবুল হোসেন (২৮)।

জানা গেছে, রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি বাসে এসআই রফিকুল ইসলাম, এসআই মজিবুর রহমান ও এএসআই মোঃ সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশী চালিয়ে ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। 

মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মাদক আইনে মামলা দিয়ে সোমবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।