ভোলায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে পুলিশের মতবিনিময়

কামরুজ্জামান শাহীন,ভোলা
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, সোমবার, ১৫ জুলাই ২০১৯ | ৩২৫

ভোলায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়ে পুলিশ মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১৫জুলাই) দুপুওে ভোলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য বরিশাল রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, গত দেড় বছরে বরিশাল বিভাগে ১ হাজার ২ শত ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এরমধ্যে ৩শতজন নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে সকলকে জিরো টলারেন্সের আহ্বান জানান।

এসময় তিনি ৮ জন আত্মসমর্পণকারী মাদকসেবীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগে সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, ভোলা জেলায় ১৭০ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এদের মধ্যে ৩৮ জনকে পূনর্বাসন করা হয়েছে।