বাংলাদেশ মানবাধিকার কমিশনের রংপুরে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ০১:৪৯ এএম, শুক্রবার, ৫ জুলাই ২০১৯ | ৫১৮
সবার উপরে মানুষ সত্য,তাহার ওপরে নাই, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে মানবাধিকার কমিশনের রংপুর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
আজ দুপুরে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনপ্রাশসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রংপুর-৫ আসনের সাংসদ এইচএন আশিকুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান ম্স্তোফা,জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম।
 
অনুষ্ঠানে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড.সাইফুল ইসলাম দিলদার ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর অঞ্চলের গভর্ণর এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ছাড়াও এ অঞ্চলের মানবাধিকার কমিশনের সদস্য,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।