শতভাগ বেতন-ভাতার দাবিতে
মির্জাপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
 
												 
																			টাঙ্গাইলের মির্জাপুরে রাষ্ট্রিয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সকাল ৯টায় হতে বিকেলে মির্জাপুর পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। 
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী বাবুল হোসেন, পৌরসভার সচিব আব্দুল হাই মির্জাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন,সাধারণ সম্পাদক সবুজ মিয়া প্রমুখ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্নভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে পৌরসভার হিসাব রক্ষক আবুল হাসনাত জানান।
এদিকে কর্মসূচি চলাকালে সকল প্রকার নাগরিক সেবা প্রদান বন্ধ থাকায় সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন বলে সরেজমিনে গিয়ে দেখা গেছে।
 
                         
 
             
            