টাঙ্গাইলে ৪০পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৭:৫৭ এএম, শুক্রবার, ২৮ জুন ২০১৯ | ৭৯৬

টাঙ্গাইল সদর থানার রেজিস্ট্রিপাড়া থেকে এক মাদক ব্যবসায়ীকে ৪০পিস ইয়াবা একটি মোবাইল ফোন ও দুই টি সিম কার্ডসহ গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২।

শুক্রবার ২৮ জুন বিকালে টাঙ্গাইল শহরের  রেজিস্ট্রিপাড়া মোঃ আব্দুস সালাম এর বাড়ীর সামনে থেকে অভিযান পরিচালনা করে মোঃ নাজমুল হাসান ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামী টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।