টাঙ্গাইলে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালা

আবু কাওছার আহমেদ
প্রকাশিত: ০২:০৪ এএম, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ | ৬২৯

টাঙ্গাইলে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিপ্লব ক্রান্তি বিশ্বাস। এতে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সিভিল সার্জন কার্যলয়ের সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল হাসান তালুকদারের সঞ্চলনায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় ভিডিও চিত্রের মাধ্যমে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. এস এম হাসান মাহমুদ, ডা. ফারজানা রহমান, ডা. সুপ্তা চৌধুরী।