সখীপুরে ১০৪ লিটার চোলাইমদসহ মাদক কারবারী গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশিত: ০৩:২৪ এএম, শনিবার, ১৫ জুন ২০১৯ | ৭০৭

টাঙ্গাইলের সখীপুরে ১০৪ লিটার চোলাইমদসহ শ্রী ফালু কোচকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সে ওই গ্রামের শ্রী গণেশ কোচের ছেলে। এ ব্যাপারে সখীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন- ১০৪ লিটার চোলাইমদসহ ফালু কোচকে গ্রেফতার করে শনিবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।