বাগেরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

শেখ সাইফুল ইসলাম কবির
প্রকাশিত: ০১:০২ এএম, শনিবার, ১৫ জুন ২০১৯ | ৬০৮

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামে এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) এ ঘটনা ঘটে। শুক্রবার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সুজন শীল নামে এক যুবককে আটক করেছে।

অভিযোগে জানা যায়, ওই গ্রামে বাক প্রতিবন্ধী মেয়েকে বৃহস্পতিবার বিকেলে একই ইউনিয়নের সন্ন্যাসী এলাকার অতুল চন্দ্র শীলের ছেলে সুমন চন্দ্র শীল (৩৫) বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায়। পরে তাকে সন্ন্যাসী বাজারের একটি চায়ের দোকানে নিয়ে ধর্ষণ করে।

মোরলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, ওই যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।