মোদির শপথ আজ, দাওয়াত পাননি ইমরান খান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, বুধবার, ২৯ মে ২০১৯ | ৬১৪

ঐতিহাসিক জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার আজ শপথ নেবেন নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৩০ মে)  সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশসহ বিসমটেকভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান বা তাদের প্রতিনিধিরা।

তবে অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

অন্যদিকে, প্রধান বিরোধী জোটের প্রধান সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শপথ অনুষ্ঠানে যোগ দিলেও অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদির শপথ অনুষ্ঠান কেন্দ্র করে ইতোমধ্যে রাষ্ট্রপতি ভবনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।