খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদের

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২২ পিএম, বুধবার, ১ নভেম্বর ২০১৭ | ৬৫৫

খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদের টাঙ্গাইল জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় পুরাতন বাসট্যান্ট হতে এ বিক্ষোভ মিছিল বের হয়ে টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গাণে এসে জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলে টাঙ্গাইল জেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন অংশ নেয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখনে সচ্ছোসবেক দলরে আহবায়ক-জিয়াউল  হক শাহনি,যুব দলরে সাধারন সম্পাদক-আসরাফ পাহলি ছাএ দলরে ভার প্রাপ্ত সভাপতি-মনিরুজ্জান জামান জুয়লে,ভার প্রাপ্ত সাধারন সম্পাদক-নুরুল ইসলাম,সহ-সভাপতি-সালহ্ মোহাম্মদ শাফি ইথনে,সহ-সাধারন সম্পাদক -মোঃ মোস্তফা কামাল, সহ জলো যুব দল,ছাএ দল,সচ্ছোসবেক দলরে অনান্য।

গত ২৮ অক্টোবর ফেনীর ফতেপুর রেলক্রসিং অতিক্রম করার পর পরই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।শনিবার বিকালে চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে এই হামলা হয়।

এতে বিভিন্ন ইউনিটের সাথে ঢাকা মহানগর পূর্বের বিভিন্ন নেতা কর্মী মারাক্তকভাবে আহত হয় এবং তাদের গাড়ি ভাঙ্গচুর করা হয় ঢাকা মহানগর পূর্ব ছাএদল সহ অন্যান্য বেশ কয়েকটি গাড়ি ভংচুর করে এতে মিডিয়া গাড়ি ও বাদ যায়নি।

হামলায় একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শফিক আহমেদ ও বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোর্শেদসহ অন্তত ২০/৩০ জন আহত হয়েছে। এ সময় একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়িসহ অন্তত ১০টি গাড়ী ক্ষতিগ্রস্ত হয়