সুষ্ঠভাবে হজ্জ পালনে নাটোরে শুরু হয়েছে দু’দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪ এএম, রোববার, ২৬ মে ২০১৯ | ৩০৪

সুষ্ঠ ভাবে হজ্জ পালনে নাটোরে শুরু হয়েছে দু’দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ। রবিবার দুপুরে জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে দু’দিন ব্যাপী হজ্জ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম মনিরুল ইসলাম এর সভাপতিত্বে হজ্জ প্রশিক্ষণ ক্যাম্পে বক্তব্য দেন, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ শামছুজ্জামান, জামহুরয়িা মাদ্রাসার অধ্যক্ষ আকতার হোসেন সহ অন্যান্যেরা।

এবারের হজ্জ প্রশিক্ষণ ক্যাম্পে নাটোর জেলার এক হাজার ১৭৫জন অংশগ্রহন করছে। প্রশিক্ষণে কি ভাবে সুষ্ঠ ভাবে হজ্জ পালন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।