লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ’র চাঁদাবাজ আটক

খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪১ পিএম, বুধবার, ১ নভেম্বর ২০১৭ | ২০২

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ’র চাঁদাবাজকে আটক করা হয়। আটক সন্ত্রাসীর নাম অমর বিকাশ চাকমা (২৫)।

রাংগামাটি জেলার নানিয়ার চর উপজেলার জগন্না তলি এলাকার তপনিয়া চাকমার ছেলে বলে নিরাপত্তাবাহিনী নিশ্চিত করেছে। লক্ষ্মীছড়ি জোনের(জেডএসও) ক্যাপ্টেন আল-মেহেদী মল্লিক এ অভিযানে নেতৃত্ব দেন বলে জানা গেছে।

এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ৪ রাউন্ড গুলি, নগদ ১৯ হাজার ৭১০ টাকাসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার অমর বিকাশ চাকমা লক্ষ্মীছড়ি উপজেলা ইউপিডিএফের সাংগঠনিক সম্পাদক।

নিরাপত্তাবাহিনীর সূত্রে জানায়, অমর বিকাশ চাকমা দীর্ঘ দিন ধরে লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে চাঁদা আদায়ের নেতৃত্ব দিয়ে আসছে এবং সে ইউপিডিএফ’র স্বক্রীয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী।

এ বিষয়ে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, পিএসসি,জি সাংবাদিকদের বলেন, এলাকার উন্নয়নকল্পে সকল ধরনের সন্ত্রাসী কর্মকান্ড এবং চাঁদাবাজি অচিরেই বন্ধ করা হবে।

তার জন্য যা যা করনীয় সেনাবাহিনী সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এ ব্যাপারে লক্ষ্মীছড়ি থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়