ভূঞাপুরে বিশ্ব মা দিবসে আলোচনা সভা ও সনদ বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩ এএম, রোববার, ১২ মে ২০১৯ | ৫৬৭

সারা দেশেরে ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা সস্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।

সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লীক, যুব উন্ন্য়ন কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।

পরে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।