ফণীর আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে ভূঞাপুরে প্রস্ততি সভা ও মাইকিং

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:১২ পিএম, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ | ১৮৬

ভারত থেকে ধেয়ে আসা ফণীর আঘাতের হাত থেকে জনসাধারনকে সর্তক করতে টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার সকাল থেকে মাইকিং করে প্রচারণা করছে উপজেলা প্রশাসন। সকাল থেকে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে জনগণকে সর্তক থাকতে মাইকিং করা হয়। 

এছাড়া বৃহস্পতিবার বিকেলে ফণীর দূর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি সভা করেছে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে তাৎক্ষনিক এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহম্মদ, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর থানার এসআই আব্দুর রহিম, সহকারি কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলামসহ ফায়ার সার্ভিস কর্মকর্তা, দূর্যোগ কমিটির নেতৃবৃন্দ।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, ফণীর আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে আগাম প্রস্তুতি হিসেবে এলাকায় মাইকিং, কন্টোল রুম খোলা, অ্যাম্বুলেন্স, শুকনো খাবারসহ ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে।