মির্জাপুরে নেতার বাইসাইকেল চুরি

মির্জাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০ পিএম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ৮১১

মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদের বাইসাইকেল চুরি হয়েছে। শুক্রবার সকালে উপজেলা জাতীয় পার্টির অফিস ভবনের নীচ থেকে এই সাইকেল চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, আবু আহমেদ সকাল আনুমানিক নয়টার দিকে তার বাইসাইকল নিয়ে বাজারে আসেন। বাইসাইকেলটি তিনি উপজেলা জাতীয় পার্টির অফিস ভবনের নীচতলায় সামনে রেখে বাজারে যান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে ফিরে এসে বাইসাইকেলটি আর খুজে পাননি।

জাতীয় পার্টি নেতা আবু আহমেদ বলেন, বাইসাকেলটি চুরির ঘটনা দুঃখজনক। তিনি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে াবহিত করবেন।