বিমানবন্দরে অস্ত্র ও গুলিসহ উপজেলা চেয়ারম্যান আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৫২ এএম, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | ৫৮৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র ও গুলিসহ বাগেরহাটের চিতলমারী উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পূর্ব অনুমতি ছাড়া অস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে গেলে এভিয়েশন সিকিউরিটি গ্রুপের (এভসেক) সদস্যরা তাকে আটক করেন।

আটক ব্যক্তির নাম মুজিবর রহমান শামীম। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলা চেয়ারম্যান। বিমানবন্দরে অস্ত্রটি শনাক্তের পর জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে না পারেননি। পরে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান সিদ্দিকী।