ফরিদপুরের তিন নারী ছিনতাইকারি ঝিনাইদহে আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
প্রকাশিত: ০১:২৩ পিএম, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ | ৫৪২

ঝিনাইদহ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহরের পৌর নুতন হাটখোলার ফিরোজের মুদি দোকানের ভিতর থেকে হাতে নাতে আটক করে তিন নারী ছিনতাইকারিকে। বৃহস্পতিবার দুপুরে তাদরেকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি ফরিদপুর শহরে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশ শহরের নতুন হাটখোলায় অভিযান চালায়। অভিযান কালে হাটখোলার ফিরোজের মুদি খানার দোকানে রাশিদা (৩৫) ও আছিয়া (৪০) সুফিয়া (৪৫) ছিনতাই করা ভ্যানেটি ব্যাগ নিয়ে পালাচ্ছিল।

ছিনতায় করে পালানোর সময় তিনজন মহিলা ছিনতাইকারিকে হাতে নাতে আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার করে।