নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদের মতবিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৯ পিএম, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৪২

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আব্দুল আওয়াল রাজা মিয়ার সভাপতিত্বে ও মামুদনগর ইউনিয়ন যুবলীগের যগ্ন আহবায়ক আবু তাহেরের পরিচলনায় মতবিনিমিয় সভায় অন্যান্যার মধ্যে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মো. নাজমুল হক তপন,বঙ্গবন্ধ সাংস্কৃতি জোট নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল হক কিরন,উপজেলা ওলামা লীগের সভাপতি মো. শাহ আলম মিয়া. সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিমুদ্দিন শ্রমিক নেতা তারেক মাহমুদ,যুবলীগ নেতা আরিফ ,দুলাল প্রমুখ।

মতবিনিময় শেষে সকল নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদর বাজারের গুরুত্বপর্ন্য সড়ক প্রদক্ষিন করে।