মানুষের বৃদ্ধা হওয়াটাই যেন সবচেয়ে বড় অপরাধ?

সিংড়ার বৃদ্ধা রেখার আশ্রয় এখন রাস্তায়

ফিরোজ আহমেদ, নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭ পিএম, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯ | ৫৮৩

মানুষের বৃদ্ধা হওয়াটাই যেন সবচেয়ে বড় অপরাধ? আমার ঘর-সংসার, ছেলে-মেয়ে সব থাকার পরও আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। যখন যেখানে পাচ্ছি কিছু চেয়ে খাচ্ছি। এতো কষ্ট বৃদ্ধা বয়সে সহ্য করা যায় না। প্রায় ৩ মাস হলো স্বামী মারা গেছেন। এর পর থেকেই ছেলে, বউ, নাতী- নাতনী কেউ স্বামীর রেখে যাওয়া ভিটে-বাড়িতে রাখতে চায় না।

বৃদ্ধা বয়সে আমার শেষ ইচ্ছে যতদিন বেঁচে থাকি স্বামীর ভিটে আকড়ে ধরে থাকতে চাই। সে ইচ্ছে বুঝি ছোট বউয়ের সইছে না। কে তুমি বাবা! জীবনের এই শেষ সময়ে আমার স্বামীর ভিটেতে একটু আশ্রয় করে দেও না। এই প্রতিবেদক কে কাথর কন্ঠে কথাগুলো বলছিলেন নাটোরের সিংড়া থানার ভেতরে ইটের তৈরি বেঞ্চে বসা ৭৫ বছরের বৃদ্ধা আছিয়া বেগম ওরফে রেখা। বৃদ্ধা আছিয়া বেগম উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের সাঐল গ্রামের মৃত: আখের আলী মন্ডলের স্ত্রী

আছিয়া বেগম ওরফে রেখার নাতী পার্শ্ববর্তী আগলাড়–য়া গ্রামের রহমত আলী বলেন, সে তার দাদীকে তাদের বাড়িতে রাখতে চায়। কিন্তু দাদীর শেষ ইচ্ছ যে কয়দিন বেঁচে থাকে স্বামীর রেখে যাওয়া ঘরেই যেন তার ঠাই হয়। কেউ কি নেই? তার এই শেষ ইচ্ছে টুকু পূরণ করবে।

বৃদ্ধা আছিয়া বেগম ওরফে রেখার অভিযোগ, প্রায় ১০/১২ দিন আগে তার স্বামীর ঘর থেকে বের করে দিয়েছে ছোট ছেলে নাজমুল ও ছেলে বউ আমেনা বেগম। তারা বলেছে আর যেন ওই বাড়িতে ফিরে না যাই।

এদিকে খবর পেয়ে সিংড়া থানার উপ-পরিদর্শক আহসান হাবিব ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোর জেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম থানায় ছুটে যান। পরে ওই বৃদ্ধার কান্না থামিয়ে শান্তনা দেন।

এবিষয়ে অভিযুক্ত নাজমুল এর মুঠোফোন নম্বরে ০১৭৪২-৬০৩৮৫৪ যোগাযোগ করা হলে তার মেয়ে স্বপ্না খাতুন উল্টা-পাল্টা ভাষায় কথা বলেন।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি ওই বাড়ির মালিক আখের আলী মন্ডলের মৃত্যুতে বসত ভিটা নিয়ে সমস্যা হয়েছে।

সিংড়া থানার ওসি তদন্ত নেয়ামুল আলম বলেন, একজন বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেয়া অমানবিক বিষয়। ওই বৃদ্ধার ছেলে ও ছেলে বউকে থানায় দেখা করার জন্য খবর পাঠানো হয়েছে। এবিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।