টাঙ্গাইলে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ | ৩৯৮

টাঙ্গাইলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রানা মিয়া প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তবৃন্দ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

 সদর উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা তাদের পালিত পশু ও পাখি নিয়ে এ প্রদর্শনীতে অংশ নেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এ প্রদর্শনীর আয়োজন করেছে।